প্রশ্ন করে এবং উত্তর দিয়ে ইনকাম। Easy way to earn money online

 

অনলাইনে ইনকাম

আসসালামু আলাইকুম। সসম্মানিত ভিজিটর বৃন্দ, আপনাকে TECH BONGO - তে স্বাগতম। আজকে আমরা অনলাইনে ইনকাম বিষয়ে আলোচনা ্করবো। আজকে আমরা এমন একটি সাইট সম্পর্কে আলোচনা করবো, যেটা ১০০% রিয়েল সাইট এবং ১০০% পেমেন্ট করে। আমি নিজেই পেমেন্ট পেয়েছি, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। তবে পেমেন্ট কিন্তু খুব বেশি পাবেন না,তবে কাজ অনুযায়ী যে পেমেন্ট পাবেন তাতে আপনার মাসিক ইন্টারনেট এর বিল উঠবে ইনশাআল্লাহ। 

তো চলুন,শুরু করা যাক,

তার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই সম্পুর্ন পোস্টটা মনোযোগ দিয়ে পড়বেন, নয়ত পেমেন্ট পেতে সমস্যা হলে আমি দায়ী থাকব না।

সাইটটির নাম হলো Ekbd.net এবং এটি একটি বাংলাদেশী ওয়েবসাইট। সাইটটির বয়স প্রায় ৭/৮ মাস হবে।আর এখন পর্যন্ত সবাই পেমেন্ট পেয়েছে।আমি নিজেও পেয়েছি। তো আর বেশি কথা বলবোনা,,, চলুন শুরু করা যাকঃ

একাউন্ট তৈরিঃ

উক্ত সাইটে একাউন্ট তৈরি করে নিয়ে কাজ কপ্রতে হবে। তাই কিভাবে একাউন্ট খুলবেন সেটা বলছি;

একাউন্ট খোলার জন্য প্রথমে এইখানে ক্লিক করুন

(লিংক কাজ না করলে এই পোস্টের একদম নিচে দেখুন, লিংক আছে।)

তাহলে আপনাকে সেই সাইটে নিয়ে যাবে স্ক্রিনশট গুলো অনূসরণ করুন)

এরপরে আপনি নিচের চিত্রের মতো তীর চিহ্নিত অপশন পাবেন, সেখানে ক্লিক করুন,তাহলে আপনাকে লগিন বা রেজিষ্ট্রেশন করতে বলবে। (Easy way to earn money online)

Screenshot:-1

যদি উক্ত সাইটে আপনার আগে থেকেই একাউন্ট করা থাকে তবে মেইল এবং পাসওয়ার্ড টাইপ করে Login লেখার উপরে ক্লিক করুন,

Screenshot:-2

আর যদি আপনি নতুন নতুন হয়ে থাকেন,মানে আপনার কোনো একাউন্ট না থাকে তবে এই  লেখার উপরে চাপ দিন।

Screenshot:-3

আপনি Register লেখায় ক্লিক করলে নিচের স্ক্রিনশটটির মতো একটি ফরম আসবে।তখন প্রয়োজনীয় তথ্য দিয়ে টেবিল গুলো পূরণ করবেন।

Screenshot:-4

 user name এর ঘরে আপনার নাম ইংরেজিতে লিখে সাথে কোনো সংখ্যা বসিয়ে দেবেন। (যেমনঃ sathi21)

তারপর দ্বিতীয় ঘরটিতে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন, তবে মনে থাকে যেনো,পাসওয়ার্ড আবার ভুলে যাবেন না। (যেমনঃ Hkejdnx&#71℅W)

এরপরের ঘরে আপনি আপনার ই-মেইল এড্রেস টি টাইপ করুন, যেটি দিয়ে আপনি এখানে একাউন্ট খুলতে চান।

সর্বশেষ যেই টেবিলটি রয়েছে, সেখানে লিখুন sathi21 এবং ক্যাপটাচা টা পুরণ করে দিন।

তারপর সাবমিট করে দিন,আর ব্রাউজার থেকে বের হয়ে এসে আপনার মেইল চেক করুন, সেখানে দেখবেন এরকম একটা মেইল এসেছে। 

Screenshot:-5

তখন আপনি সেখানে থাকা এই confirm email address লেখার নিচে থাকা লিংকটিতে ক্লিক করবেন।তাহলে আপনার একাউন্ট খোলা complete হয়ে যাবে। (easy way to earn money online in bangladesh)

কিভাবে উপার্জন করবো?

এবার আপনার একাউন্ট খোলা সম্পন্ন হলে কাজ শুরু করে দিবেন, কিন্তু কি কাজ? আর কিভাবে কাজ করতে হবে? হ্যাঁ, এখন আমরা সেইটা নিয়েই বিস্তারিত আলোচনা করবো। এই সাইটে কাজ মুলত দুইটি। প্রশ্ন করা এবং উত্তর দেওয়া।

এখানে আপনি প্রশ্ন করে এবং অন্যের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারবেন। আর নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট হলেই আপনি withdraw করতে পারবেন।

পয়েন্ট বন্টনঃ

  • ১টি প্রশ্নঃ ১ পয়েন্ট 
  • ১টি উত্তরঃ ১ পয়েন্ট 
  • সেরা উত্তরঃ ২ পয়েন্ট 
  • রেফারঃ ২০ পয়েন্ট (যদিও এই সিস্টেম টা এখনো চালু হয়নি,কিন্তু খুব শীঘ্রই চালু হবে।)

কাজঃ

এই সাইটে প্রবেশ করলেই নিচের চিত্রের মতো দেখতে একটা অপশন পাবেন। 

Screenshot:-6

আপনি যে প্রশ্ন গুলো করতে চান, তা করার জন্য এই Ask a Question লেখাটায় ক্লিক করবেন।আর ক্লিক করলেই নিচের স্ক্রিনশট টির মতো একটি নতুন পেইজ আসবে। (earn money online bd)

Screenshot:-7

সেখানে আপনি উপরের ঘরটিতে আপনার প্রয়োজনীয় প্রশ্নটি টাইপ করবেন এবং নিচের ঘরটিতে আপনার প্রশ্নের বিষয় অনুযায়ী সঠিক ক্যাটাগরি দেবেন।

আর হ্যাঁ একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার প্রশ্ন যেনো ২২ টি অক্ষরের কম না হয়।

সবকিছু ঠিকঠাক থাকলে প্রশ্নটি সাবমিট করে দিন।

ব্যাস এভাবেই আপনি প্রশ্ন করতে পারবেন, আর সাথে সাথে আপনার একাউন্টে ১ পয়েন্ট জমা হবে।

আপনি ঘন্টায় সর্বোচ্চ ২০টি প্রশ্ন করতে পারবেন।আর খেয়াল রাকবেন, এমন কোনো প্রশ্ন করবেন না, যেটা আগেই কেউ করেছে।

এবার আসি আমরা উত্তর দেওয়ার বিষয়ে;

আপনি যদি এমন কোনো প্রশ্ন দেখেন যেটার উত্তর আপনি যানেন, তাহলে ওই প্রশ্নের উপর ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন দুইটি অপশন আছে। (স্ক্রিনশটটি লক্ষ্য করুন)

Screenshot:-8

  1. Answer 
  2. Comment

আপনি সেখানে থাকা Answer বাটনটিতে ক্লিক করুন, তবে comment বাটনে ক্লিক করেও উত্তর দিতে পারেন। তবে, এক্ষেত্রে আপনি কোনো পয়েন্ট পাবেন না।  (Online income bd payment bkash)

আপনি Answer বাটনে চাপ দেওয়ার পর নিচে দেখবেন একটি ফাকা ঘর এসেছে। সেই ঘরে প্রশ্নটির সঠিক উত্তরটি টাইপ করুন। এবং উত্তরটি যেনো ১২টি অক্ষরের কম না হয়, ছোট উত্তর গ্রহণযোগ্য নয়।

আপনার উত্তর লেখা শেষে দেখুন নিচে সাবমিট অপশন আছে, সেখানে ক্লিক করে সাবমিট করে দিন।তাহলে সাথে সাথে আপনার একাউন্টে ১ পয়েন্ট জমা হবে।

বিঃদ্রঃ আর একটা কথা অবশ্য মনে রাখবেন,, কখনো কোনো ভুল বা আজে-বাজে উত্তর দেবেন না। তাহলে আপনার একাউন্ট থেকে ১০ পয়েন্ট কাটা যাবে

সাইটের প্রয়োজনীয় অপশন গুলোতে যাওয়ার জন্য নিচের স্ক্রিনশট এর মতো বাম পাশের 3dot মেনুতে ক্লিক করুন;



এরপর দেখবেন নিচের চিত্রটির মতো সব অপশন চলে এসেছে।


অপশন পরিচিতিঃ

Medicine Dictionary:- এই অপশনে ক্লিক করলে আপনি বিভিন্ন প্রকার ঔষধ বিষয়ক আর্টিকেল দেখতে পারবেন।

Question:- এই অপশনে ক্লিক করলে এখন পর্যন্ত সাইটে করা সব প্রশ্ন দেখতে পারবেন।চাইলে সেখান থেকে সবার প্রশ্নের উত্তর দিতে পারবেন। 

Categories:- এটা হলো ক্যাটাগরি অপশন । এখানে ক্লিক করলে আপনি সব ক্যাটাগরি দেখতে পাবেন।এবং কোন ক্যাটাগরিতে এখন পর্যন্ত কত পরিমাণ প্রশ্ন করা হয়েছে সেটাও দেখতে পাবেন।

Users:- মানে ব্যবহারকারী।এই অপশনে গেলে আপনি ওই সাইটের ব্যবহারকারীর তথ্য দেখতে পারবেন। 

Ask a Question:- এই অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি প্রশ্ন করতে পারবেন। 

Message:- এখানে ক্লিক করলে কারা আপনাকে মেসেজ দিছে তা দেখতে পাবেন, এবং তাদের রিপ্লাই দিতে পারবেন।

নিয়মাবলি ঃ

  • আগে থেকে কেউ করেছে এমন কোনো প্রশ্ন করবেন না।
  • এক প্রশ্ন বারবার করবেন না।
  • আজে-বাজে কোনো প্রশ্ন করবেন না। (How to earn money online by mobile)
  • প্রশ্ন তে কমপক্ষে ২২টি অক্ষর ব্যবহার করতে হবে।
  • স্পামিং করবেন না,কারো সাথে খারাপ ব্যবহার করবেন না।
  • বুঝিয়ে উত্তর লিখবেন।
  • গালাগালি করা যাবেনা।
  • উত্তরে বা প্রশ্নে নিজের ওয়েবসাইট/চ্যানেল/পেজের লিংক দেবেন না। কারন, মনে রাখবেন এটি ব্যাকলিংক সাইট নয়। নয়ত আপনার একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • কোনো ভুল উত্তর প্রদান করবেন না।নয়তো, আপনার পয়েন্ট থেকে ১০ পয়েন্ট কেটে নেওয়া হবে।

Site link

  1. Direct link:  click here
  2. Reffar link: click here

You may like these posts