মানুষ মুহাম্মদ (সাঃ) || ssc short syllabus 2021

 

মানুষ মুহাম্মদ সাঃ
প্রতিকী ছবি । সাথী চৌধুরী

আসসালামু আলাইকুম বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন? আমাদের আজকের পোস্টের বিষয় ঃ এস.এস.সি ২০২১ ব্যাচের বাংলা সাজেশনের সম্ভ্রাব্য প্রশ্নের উত্তরাবলী || মানুষ মুহাম্মদ (সাঃ) || মোহাম্মদ ওয়াজেদ আলী || করোনার জন্য আমরা প্রায়১০/১১ মাস থেকে ঘরবন্দী আছি,কিন্তু এরি মধ্যে ঘোষণা হয়ে গেছে জুন ২০২১ এ পরীক্ষা হবে।সেই অনুযায়ী ৫০% শর্ট করে সিলেবাসও দেওয়া হয়ে গেছে।কিন্তু স্কুল এখনো খোলেনি তাই বলে তো আমাদের পড়াশোনা থেমে থাকতে পারেনা। তাই আমরা অনলাইনে পড়তেই পারি।আজ পড়ব বাংলা বইয়ের "মানুষ মুহম্মদ (সাঃ)" প্রবন্ধ থেকে.......(ssc short syllabus 2021)


★ লেখক পরিচিতি থেকেঃ


মোহাম্মদ ওয়াজেদ আলী কবে জন্ম গ্রহণ করেন?

- ১৮৯৬ সালে (২৮ শে ভাদ্র ১৩০৩ সাল)। 

তিনি কোথায় জন্ম গ্রহণ করেন? 

- সাতক্ষীরা জেলার বাঁশদাহ গ্রামে।

তিনি বি.এ ক্লাসে থাকা কালীন কোন আন্দোলনে যোগদান করেন?

- অসহযোগ আন্দোলন। 

তিনি কর্মজীবনে কি পেশায় যুক্ত হয়েছিলেন?

- সাংবাদিকতা।

তিনি কলকাতা থেকে কবে এবং কেন বাঁশদাহে ফিরে আসেন? (এস এস সি সিলেবাস ২০২১)

- স্বাস্থ্যগত কারণে ১৯৩৫ সালে।

তিনি কবে মৃত্যু বরণ করেন?

- ১৯৫৪ সালের ০৮ ই নভেম্বর। 


★ প্রবন্ধ থেকে সমস্থ্য প্রশ্নের উত্তরাবলীঃ


সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাছে উপহাসিত হয়েছেন?

- পৌত্তলিক দের কাছে।

"এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর" — এ উক্তিতে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন গুণ টি প্রকাশ পেয়েছে?

- মহানুভবতা।  (মোহাম্মদ ওয়াজেদ আলী) 


★ শব্দার্থ থেকেঃ


বীরবাহু = শক্তিধারী। 

স্থিতধী = স্থির বুদ্ধি সম্পন্ন।

ধী = বুদ্ধি।

রাসুল = আল্লাহর প্রেরিত পুরুষ। 

পরহিতব্রতী = পরের উপকারে নিয়জিত।

বয়ান = মুখ নিঃসৃত বাণী।

গ্রীবা = ঘাড়৷ 

অকুতোভয় = নির্ভয়।

নির্যাতন = অত্যাচার, জুলুম।

কুসুম কোমল = ফুলের মতো নরম। 

লোষ্ট্রাঘাত = ঢিলের আঘাত।

বৈরী = শত্রু। (ssc bangla 1st paper syllabus 2021) 

অরাতি = শত্রু।

পৌত্তলিক = মূর্তি পুজক।

তিতিয়া = ভিজে।

সমাচ্ছন্ন = অভিভূত। 

পূর্ণোদর = ভরপেট। 

বীরবাহু ওমর = ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) ছিলেন একজন তেজস্বী বীর যোদ্ধা । ইসলাম গ্রহণের পূর্বে কোরাইশ বংশোদ্ভূত তরুণ বীর ওমর মহানবীকে হত্যা করার সংকল্প নিয়ে যখন যাচ্ছিলেন তখন তার ভগ্নীর কন্ঠে পবিত্র কুরআন এর বাণী শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন । হযরত ওমর (রা.) ছিলেন একজন বীরযোদ্ধা, ন্যায়পরায়ণ শাসক ও মহানবীর বিশ্বাসভাজন সাহাবী। 

রুধিরাক্ত = রক্তাক্ত।

রাহী = পথিক।

পুলকদীপ্তি = আনন্দের উদ্ভাস।

অনুরুদ্ধ = অনুরোধ করা হয়েছে এমন।

মহামতি আবু বকর = ইসলামের প্রথম খলিফা এবং ইসলাম ধর্ম গ্রহণ কারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি। তিনি ছিলেন মহানগরীর হিজরতকালীন সঙ্গী এবং সারাজীবনের বিশ্বস্ত সহচর। তিনি ছিলেন সত্যনিষ্ঠ, আদর্শবাদী ও ইসলামের জন্য নিবেদিতপ্রাণ। 

মক্কা = সৌদি আরবের অন্যতম প্রধান নগরী।এখানে আল্লাহর ঘর কাবা শরীফ অবস্থিত।

মদিনা = সৌদি আরবে অবস্থিত মুসলিম বিশ্বের দ্বিতীয় সম্মানিত নগরী।

হিজরত = শাব্দিক অর্থ পরিত্যাগ। 

তায়েফ = সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের একটি উর্বর প্রদেশ। 

বদর, ওহোদ, আহাযাব, খয়বর = হযরতের জীবনকালে বিধর্মীদের বিরুদ্ধে এ সব স্থানে মুসলমানদের যুদ্ধ হয়েছিলো।

হুদায়বিয়া = একটি যুদ্ধক্ষেত্র। (ssc question answer 2021) 

খালিদ = হযরতের জীবিতকালে ইসলামের প্রখ্যাত বীরযোদ্ধা এবং সেনাপতি।

সাফা = কাবার নিকটে অবস্থিত একটি ছোট পাহাড়।

আয়েশা = হযরত আবুবকর এর কন্যা, রাসুলুল্লাহ (সাঃ) — এর অন্যতম সহধর্মিণী। 


ধন্যবাদ এতোক্ষন পর্যন্ত পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। পোস্টটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন । খুব শীঘ্রই আসছি ৪র্থ পর্ব নিয়ে ।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন-স্বুস্থ্য থাকুন। খোদা হাফেজ।

You may like these posts