চীনের সেই নিয়ন্ত্রণ হারানো রকেটি কোথায় আছড়ে পরলো? - Tech Bongo News

 

চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট
চীনের রকেট

আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশের সময় রবিবার সকাল সাড়ে আটটার দিকে রকেটটির ধ্বংসাবষেশ মালদ্বীপের উপর দিয়ে পৃথিবীতে পুনরায় প্রবেশ করে। 

আরো পড়ুনঃ

এরপর সেটি ভারত সাগরে গিয়ে আছড়ে পরে। 

ভারত মহাসাগরে আছড়ে পড়েছে চীনা লং মার্চ-৫বি রকেটের ধ্বংসাবশেষ" - এমনটাই দাবি করছে চীন। চীনের রাষ্ট্রয়াত্ব গনমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, রোববার চীনের সময় সকাল 10:24 মিনিটে (বাংলাদেশের সময় আটটা 24 মিনিটে) ভারত ও শ্রীলংকার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে চীনের সেই নিয়ন্ত্রণ হারানো টি পরে। (চীনের রকেট)

তার আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড জানান যে,,  আটই মে পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে চায়না রকেট টি।

মাইকেল হাওয়ার্ড আরো জানান যে, মার্কিন সামরিক বাহিনীর স্পেস কমান্ড বিষয়টি নজরে রাখছে। 

প্রথমদিকে ধারণা করা হচ্ছিল যে, উক্ত নিয়ন্ত্রণ হারানো চীনা রকেট টি নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে আছড়ে পড়তে পারে। 

গত মাসেই চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউলটি নিয়ে কক্ষপথে রওনা দিয়েছিল লং মার্চ-৫বি নামের উক্ত রকেট টি। (চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট)

এই রকেট ইস্যুর সমাপ্তিতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। 

নিয়মিত সকল আপডেট নিউজ  সবার আগে পেতে আমাদের এই TECH BONGO ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। 

You may like these posts

1 মন্তব্যসমূহ

  1. ব্লগার
    Oh,nice